কুষ্টিয়ায় ১০ কি.মি. এলাকা জুড়ে ফসলি জমি, বসত ভিটা পুড়ে ছাই

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকার বিস্তৃর্ণ এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখায় জ্বলছে একরের পর এক পান বরজ, ফসলি জমি ও বসত ভিটা
বিজ্ঞাপন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকার বিস্তৃর্ণ এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখায় জ্বলছে একরের পর এক পান বরজ, ফসলি জমি ও বসত ভিটা।
রবিবার (১০ মার্চ) ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে, আগুনের তীব্রতা এতোই বেশি যে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে পুড়ে ছাই হচ্ছে সবকিছু।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, ইতিমধ্যে চারটা টিম ঘটনাস্থলে কাজ করছে। পার্শ্ববর্তী মিরপুর এবং ঈশ্বরদী থেকেও ফায়ার সার্ভিস এর কয়েকটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা করেছেন।
জেবি/এজে








