বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টির নিষেধাজ্ঞা প্রতিবাদে ইবিতে গণ ইফতার


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪


বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টির নিষেধাজ্ঞা প্রতিবাদে ইবিতে গণ ইফতার
ছবি: প্রতিনিধি

বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) গন ইফতারের আয়োজন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 


বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট খেলার মাঠে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই আয়োজনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। 


আরও পড়ুন: গণ-ইফতার আয়োজনের মধ্যে দিয়ে জাবিতে নীরব প্রতিবাদ


এর আগে ১০ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই প্রতিবাদস্বরূপ এই গণ ইফতার কর্মসূচি পালন করে নীরব প্রতিবাদ জানায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


আরও পড়ুন: পরীক্ষা চলাকালে শিক্ষক লাঞ্ছিত: প্রতিবাদে ভিসির কার্যালয় অবরোধ


এসময় ইফতারে অংশ নেয়া শিক্ষার্থী মাহবুব বলেন, ইফতার হলো ইসলামের একটি এবাদত এবং সংস্কৃতি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইফতারের মধ্য দিয়ে একটা সম্প্রতির তৈরি হয়। কোথাও কোথাও ইফতার নিষিদ্ধ করে দেশ থেকে ইসলামী সংস্কৃতিগুলো বাদ দেয়ার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আজকের এই আয়োজনের অংশ হলাম। আমরা চাই তারা যেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ইফতার করার সুযোগ করে দেয়।


জেবি/এসবি