ফরিদপুরে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস ‌ বিক্রয়


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪


ফরিদপুরে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস ‌ বিক্রয়
ছবি: প্রতিনিধি

বর্তমানে গরুর মাংস সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে! এ পরিস্থিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ মানুষের জন্য মাত্র ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। পুরো রমজান মাস উপলক্ষে সকাল সন্ধ্যা এই কার্যক্রম অব্যাহত থাকবে। 


রবিবার (১৭ মার্চ) সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  শামীম হক। 


আরও পড়ুন: ফরিদপুরে সাংবাদিকের উপর হামলাকারী ভেজাল মুড়ি উৎপাদক গ্রেফতার


শামীম হক বলেন,‌ সাধারণ মানুষ যাতে পাঁচশত টাকায় গরুর মাংস কিনতে পারেন‌ এজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোন লোক দেখানো কাজ নয় বরং সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য আমাদের সকলের যার যার অবস্থান থেকে নিজ এলাকার মানুষের জন্য কাজ করা উচিৎ। 


এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‌ ইশতিয়াক আরিফ, ডাক্তার কে.এম. নাহিদুল হক, জাতীয় শ্রমিকলীগের সভাপতি গোলাম মো.নাসিরসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ‌ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ২৫


এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমী আয়োজনে  প্রথম দিন  অসংখ্য ‌ ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। মাত্র ৫০০ টাকায়  এই মাংস কিনতে পেরে সাধারণ মানুষ এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে ।


জেবি/এসবি