মেট্রোর ৭৫৮০ বর্গফুটের ক্যান্টিনের ভাড়া মাত্র ১ হাজার টাকা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪


মেট্রোর ৭৫৮০ বর্গফুটের ক্যান্টিনের ভাড়া মাত্র ১ হাজার টাকা
ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে  অবস্থিত ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের সাত হাজার ৫৮০ বর্গফুটের স্টাফ ক্যান্টিন পরিচালনার জন্য মাসে মাত্র এক হাজার টাকা ভাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হচ্ছে। বছরে ভাড়া আসবে ১২ হাজার টাকা। ঠিকাদারকে কোনো শুল্ক বা আয়কর দিতে হবে না।


আরও পড়ুন: রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি


বৃহস্পতিবার ( ১৪ মার্চ) ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



এতে বলা হয়, “ভাড়া হিসেবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য শুল্ক ও আয়কর ব্যতীত সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে এমআরটি লাইন-৬-এর উত্তরা ডিপোতে অবস্থিত সাত হাজার ৫৮০ বর্গফুটের স্টাফ ক্যান্টিন পরিচালনার উদ্দেশ্যে গত ১ জানুয়ারি দাখিলকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি ডিএমটিসিএলের কাছে গ্রহণযোগ্য হয়েছে।”


জেবি/এসবি