১৫ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪
চলতি বছরের মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১০২ কোটি মার্কিন ডলার ( যা দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা ধরে ১১ হাজার ২০৮ কোটি টাকা।
সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: রমজানে যেখানে পাওয়া যাবে ৫৯৫ টাকায় গরুর মাংস
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মার্চের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার (১০১৮ দশমিক ৯৮ মিলিয়ন)। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ কোটি ২০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন: নোয়াখালীতে আরও একটি কূপে মিলল গ্যাসের সন্ধান
এ বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার, পরের মাস ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
জেবি/এসবি