জলদস্যুদের থেকে জিম্মিদের ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

৮ দিন হতে চললেও এখনো কোনো কূলকিনারা হয়নি ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহর জিম্মি নাবিকদের। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “জলদস্যুদের থেকে জিম্মিদের ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে।”
মঙ্গলবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সোমালিয়ার জলদস্যুদের থেকে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনার সব প্রচেষ্টা চলছে। তবে সবকিছু বলা সম্ভব হচ্ছে না।” এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্কভাবে সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি
তিনি আরও বলেন, “এখন থেকে দুবাই ছাড়াও আরব আমিরাতের অন্য শহরেও জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ।”
এ সময় রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দের বিষয়েও কথা বলেন তিনি। হাছান মাহমুদ জানান, প্রতিবছর রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমছে। এতে সবকিছুর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে জলদস্যুরা
মিয়ানমার থেকে পালিয়ে জান্তা সদস্যদের আসা বিষয়ে এ সময় তিনি বলেন, “প্রায় ২০০ মিয়ানমারের সীমান্তরক্ষী বাংলাদেশে অবস্থান করছে। তাদের ফেরানোর জন্য মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে।”
উল্লেখ্য, ভারত মহাসাগরে “এমভি আবদুল্লাহ” নামে বাংলাদেশি জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।
জেবি/এস