‘ঈদে সড়ক-মহাসড়কে লক্কর-ঝক্কর বাস চলাচল সম্পূর্ণ বন্ধ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক-মহাসড়কে লক্কর-ঝক্কর বাস, পণ্যবাহী গাড়িতে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ধরনের যানবাহন রাস্তায় দেখা মাত্র কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ ম মার্চ) দুপুরে রাজধানীর রাজারবাগে ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ার দেন তিনি।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় নানা উদ্যোগের কথা জানায় হাইওয়ে পুলিশ। এতে অংশ নেয় সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থা।
আরও পড়ুন: ঈদযাত্রায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ: আইজিপি
সভায় গুরুত্বপূর্ণ ৫টি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে কোথায়, কেমন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, তা তুলে ধরেন যাত্রী কল্যাণ সংশ্লিষ্টরা।
হাইওয়ে পুলিশ বলছে, “যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্য যেতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হবে। যাত্রী টানতে পণ্য পরিবহনের কোন গাড়ি ঈদ যাত্রায় চলতে দেওয়া হবে না।”
আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে পরিবহন বন্ধের হুঁশিয়ারি
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, “যানবাহনের ছাদে, খোলা ট্রাকে, পিকআপে এ রকম অনিরাপদ যাত্রা করতে পারবেন না। এটা মালিক ও শ্রমিক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ। আপনারা দায়িত্ব নিয়েছেন, নেবেন। আমরাও কিন্তু রাস্তায় আইন প্রয়োগে কঠোর থাকব।”
পুলিশ জানিয়েছে, ঈদ যাত্রায় ৩ হাজার হাইওয়ে পুলিশ সদস্য সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করবেন। আর সারা দেশে ১১২টি যানজট প্রবণ এলাকায় তৎপর থাকবে অন্য বাহিনী। এসব এলাকার যানজট নিয়ন্ত্রণে সিসি টিভি পর্যবেক্ষণের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
জেবি/এসবি