নৌপ্রতিমন্ত্রী ও নেপালের বাণিজ্য মন্ত্রীর বৈঠক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪


নৌপ্রতিমন্ত্রী ও নেপালের বাণিজ্য মন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

নেপালে স্থানীয় এক হোটেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি  এবং নেপালের বাণিজ্য মন্ত্রী দামোদার ভান্ডারী বৈঠকে করেছেন। 


শনিবার (২৩ মার্চ) তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দিপাক্ষিক বিষয়দি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে স্থলপথে বাংলাবান্ধা ও কাকরভিটার মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন।

 

এদিন সকালে নেপালের ‘কাকরভিটা স্থলবন্দর’ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। কাকরভিটা থেকে ভদ্রাপুর বিমানবন্দর দিয়ে কাঠমান্ডুতে পৌঁছেন। কাকরভিটা স্থলবন্দর বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ৩৭কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই ৩৭ কিলোমিটার ভূখন্ড  ভারতের অংশ। ভারতের ৩৭ কিলোমিটার ভূমি সরাসরি ব্যবহার করে কিভাবে নেপাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এই রুটটি সরাসরি ব্যবহারে বাংলাদেশ, ভারত ও নেপাল একসঙ্গে কাজ করবে।


আরও পড়ুন: নৌপ্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ


এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন রোমান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের খন্ডকালীন সদস্য জিয়াউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম হাসান আলী উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: বঙ্গবন্ধু একটি সংগ্রামের নাম, প্রেরণার নাম: নৌপ্রতিমন্ত্রী


শুক্রবার (২২ মার্চ) পঞ্চগড় জেলার 'বাংলাবান্ধা স্থলবন্দর' দিয়ে  ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী স্থলবন্দর হয়ে ভুটানের ফুন্টসিলিং সীমান্ত পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।


ভুটানের ফুন্টসিলিং সীমান্তে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ফুন্টসিলিংএর গভর্ণর কারমি জারমি। ফুন্টসিলিং সীমান্ত থেকে তারা‘পাসাখা স্থলবন্দর’ পরিদর্শনে যান। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। বাংলাবান্ধা থেকে ভুটানের ফুন্টসিলিঙ সীমান্ত এলাকার দূরত্ব ১৪২ কিলোমিটার।


জেবি/এসবি