Logo

মাদকবিরোধী সচেতনতায় জাবিতে সেমিনার

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মার্চ, ২০২৪, ০১:৪৩
85Shares
মাদকবিরোধী সচেতনতায় জাবিতে সেমিনার
ছবি: সংগৃহীত

সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নং গ্যালারি কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকবিরোধী সচেতনতায় 'শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ক্ষতিকর প্রভাব' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দের যৌথ উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।

সোমবার (২৫ মার্চ)  সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নং গ্যালারি কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীন সরকারি মাদকাসক্ত ও চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ও পরামর্শক কাজী লুতফুল কবির মুখ্য আলোচকের বক্তব্যে বলেন, সরকারি হাসপাতালে মাদকাসক্তির চিকিৎসার ব্যবস্থা খুবই অপ্রতুল। তার তুলনায় আসক্তির সংখ্যা অনেক বেশি। সেজন্য কেউ যাতে আসক্ত না হয় সেই উদ্যোগ নেওয়া এবং সবার মাঝে সচেতনতা বাড়ানো উচিত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাদকের শুরুটাই হয় কৌতূহল থেকেই তাই এইদিকে আমাদের নজর দিতে হবে। এছাড়া তিনি মাদকে আসক্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং কীভাবে নিজেদের রক্ষা করা যায় তা আলোকপাত করেন।

বিজ্ঞাপন

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক বলেন, মাদক জীবনকে বিপন্ন করে তোলে, কখনোই মাদক গ্রহণযোগ্য নয়। মাদক থেকে দূরে থাকার লক্ষ্যে পারিবারিক বন্ধন ও ভালোবাসা জোরদার করতে হবে।

বিজ্ঞাপন

মাদকের বিস্তারের কারণ হিসেবে সমাজে ও পরিবারে সংহতি কমে গেছে বলে মনে করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। তিনি বলেন, পরিবারের মধ্যেই আমরা একাকিত্বে ভুগছি। কারণ, যৌথ পরিবারে ভাই-বোনসহ সবার মাঝে আগে যে মিথস্ক্রিয়তা আগে হতো, এখন সেটা হচ্ছে না। সবাই আলাদা আলাদা হয়ে থাকছে এবং অনলাইনেই বেশি সময় কাটাচ্ছে। ফলে একই কক্ষে থেকেও পারস্পরিক আলোচনা হচ্ছে না। এছাড়াও মাদক থেকে দুরে রাখার লক্ষ্যে একাকিত্ব ত্যাগ করার বিষয় তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

সেমিনারে সভাপতির বক্তব্যে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদ বলেন, এই সেমিনারের মাধ্যমে আমরা সবার মাঝে সচেতনতা বাড়াতে চাই, যাতে আমরা মাদকের মধ্যে জড়িয়ে না যায়। তিনি বলেন যুবক-যুবতীদের লক্ষ্য করা হচ্ছে মাদকের মধ্যে জড়াতে। মাদকের অপব্যবহারের এর মাধ্যমে তরুণদের বিপথগামী করা হচ্ছে এবং জাতির মেধা-মননকে ধ্বংস করা হচ্ছে। এটা গভীরভাবে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিপর্যয়।

বিজ্ঞাপন

উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD