এবারের ঈদযাত্রায় ৬ এপ্রিলের ট্রেনের টিকিট মিলবে বুধবার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪


এবারের ঈদযাত্রায় ৬ এপ্রিলের ট্রেনের টিকিট মিলবে বুধবার
ছবি: সংগৃহীত

এবারের ঈদযাত্রায় মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।


মঙ্গলবার (২৬ মার্চ) তৃতীয় দিনের মতো ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আজ যারা অগ্রিম টিকিট নিয়েছেন তারা আগামী ৫ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।


এছাড়া আগামীকাল বুধবার (৬ এপ্রিল) ঈদযাত্রার টিকিট বিক্রি হবে। এদিন যারা টিকিট কিনবেন তারা ৬ এপ্রিল ভ্রমণ করতে পারবেন। অনলাইনে এই টিকিট কিনতে হবে। যাত্রীদের সহজভাবে টিকিট ক্রয়  নিশ্চিত করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হবে।


আরও পড়ুন: ট্রেনের টিকিট কালোবাজারীদের ধরতে জিরো টলারেন্স: রেলমন্ত্রী


এবারের ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার সকল টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসন বিক্রি শেষে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।


আরও পড়ুন: অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে


এছাড়া ট্রেনের যাত্রীদের নিরাপদে ভ্রমণ করতে অগ্নি নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের নির্বিঘ্নে প্লাটফর্মে প্রবেশ ও জনভোগান্তি এড়াতে কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট স্টেশন এবং জয়দেবপুর জংশনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে।


জেবি/এসবি