ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪


ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী
রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম - ছবি: সংগৃহীত

রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, লোকোমোটিভ মাস্টারসহ দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বুধবার (২৭ মার্চ) রাজবাড়ীর পাংশা জেলা পরিষদ ডাকবাংলোতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।


আরও পড়ুন: আজ থেকে রাত ৯টা ৪০পর্যন্ত চলবে মেট্রোরেল


রেলমন্ত্রী বলেন, “ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এটি খুবই অনভিপ্রেত। এটি দায়িত্বহীনতার পরিচয়।কারণ একজন লোকোমাস্টারের ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, এটা কোনো সময় আশা করা যায় না। আমি আশা করব সবাই দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করবেন এবং সমস্ত দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত রাখবেন।”


উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে  এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


আরও পড়ুন: ট্রেনের টিকিট কালোবাজারীদের ধরতে জিরো টলারেন্স: রেলমন্ত্রী


পরবর্তীতে ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সকাল সোয়া ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের কার্যালয়।


জেবি/এসবি