Logo

আজ খ্রিষ্টান ধর্মালম্বীদের গুড ফ্রাইডে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৪, ২০:৪২
92Shares
আজ খ্রিষ্টান ধর্মালম্বীদের গুড ফ্রাইডে
ছবি: সংগৃহীত

ধর্মীয় রীতি মেনেই এই দিনটি পালন করা হয়

বিজ্ঞাপন

আজ শুক্রবার গুড ফ্রাইডে। সারা বিশ্বের খ্রিষ্টান ধর্মালম্বীদের কাছে বড়দিনের পাশাপাশি এ দিনটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যিশু খ্রিষ্টকে যেদিন ক্রুশে বিদ্ধ করা হয়, সেই দিনটি শুক্রবার ছিল, সেই থেকে প্রতি বছর গুড ফ্রাইডে শ্রদ্ধার সাথে পালন করে আসছেন এ ধর্মের অনুসারীরা। 

খ্রিষ্টানদের কাছে বছরের অত্যন্ত মর্যাদাপূর্ণ এ দিনটি হোলি ফ্রাউডে, গ্রেট ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে হিসেবেও বেশ পরিচিত।

বিজ্ঞাপন

যেকারণে দিনটি তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ

বিজ্ঞাপন

যিশু খ্রিষ্টকে গুড ফ্রাইডেতে ক্রুশে বিদ্ধ করার ঘটনা আজও সারা বিশ্বের খ্রিষ্টানদের কাছে অনেক শোকের একটি দিন। এই দিনে খ্রিষ্টানরা সারাদিন উপবাস করে থাকেন। তারা যিশুর ওপর অত্যাচারের কথা স্মরণ করেই এই শোকপ্রকাশ করেন। বাইবেল অনুসারে, গুড ফ্রাইডের দিনে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শোকের সময়। এই সময়ের ভিতরেই যিশু খ্রিষ্টের ওপর অত্যাচার করে তাকে ক্রুশে বিদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

এদিন খ্রিষ্টান ধর্মালম্বীরা স্থানীয় গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় যোগ দেন। নিজ নিজ বাসাতেও তারা শোক পালন করেন। ধর্মীয় রীতি মেনেই এই দিনটি পালন করা হয়।

বিজ্ঞাপন

গুড ফ্রাইডের আগের রাত থেকেই চলে ধর্মীয় আচার অনুষ্ঠান চলে, ক্রুশে বিদ্ধ হওয়ার আগের রাতে যিশু খ্রিষ্ট তার অনুসারীদের সাথে শেষবার যে খাবার খেয়েছিলেন, তা খ্রিষ্টানদের কাছে লাস্ট সাপার হিসেবে পরিচিত। আর এই সময় থেকেই খ্রিষ্টানদের ধর্মীয় আচার পালন শুরু হয়। এই আচার ইস্টার সানডে পর্যন্ত চলে।

তবে খ্রিষ্টানদের সব গোত্রের মানুষ গুড ফ্রাইডে পালন করে না। ক্যাথলিক, ইস্টার্ন অর্থোডক্সের মতো গোষ্ঠীর সদস্যরা এই দিনটি বিশেষ ভক্তিভরে পালন করে থাকেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোন দিন গুড ফ্রাইডে ও ইস্টার সানডে হবে

প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত ২০ মার্চ থেকে ২৩ এপ্রিলের মধ্যে গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন হয়ে আসছে। এবারের গুড ফ্রাইডে পালন করা হচ্ছে শুক্রবার (২৯ মার্চ)। আর ইস্টার সানডে হবে রবিবার (৩১ মার্চ)।

বিজ্ঞাপন

প্রাচীন রোমান সাম্রাজ্যে খ্রিষ্টধর্মের প্রচার-প্রচারণা শুরু করেন যিশু খ্রিষ্ট। আর এই ঘটনা একটুও মেনে নেননি তৎকালীন রোমান সম্রাট। রোমান সৈন্যরা যিশুকে ক্রুশে বিদ্ধ করেন। এই ধর্মের পবিত্র গ্রন্থ ও বিশ্বাস অনুযায়ী, মানবতার সমস্ত পাপ নিজের ওপর নেন যিশু খ্রিষ্ট। তার ক্রুশে বিদ্ধ হওয়া সবার পাপ বহন করার প্রতীক বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD