ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৪


ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ফাইল ছবি

ধর্মপ্রাণ মুসলমানদের এক একটা রোজা পার হচ্ছে আর ঈদ ঘনিয়ে আসছে, রেলের টিকিট প্রত্যাশীর সংখ্যাও বাড়ছে। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় প্রতিদিনই হিট বাড়ছে রেলওয়ের ওয়েবসাইটে। এর মধ্যে কেউ কেউ টিকিট পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না।


বৃহস্পতিবার (২৮ মার্চ) পঞ্চম দিনের মতো আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিন ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে প্রায় সাড়ে ৪৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। এই টিকিট কিনতে ১ কোটি ৬০ লাখ হিট পড়েছে রেলওয়ের ওয়েবসাইটে।


আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু


এদিন সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি'র একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


সূত্রটি জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় সারা দেশে টিকিট বিক্রি হয়েছে ৪৪ হাজার ৯৫২টি। এছাড়া ঢাকা থেকে বাইরে যাওয়ার টিকিট বিক্রি হয়েছে ২৭ হাজার ৯০০টি।


সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কিনতে ৮২ লাখ ৫০ হাজার হিট পড়েছে ওয়েবসাইটে। দুপুর ২টা থেকে আধা ঘণ্টায় ৭৪ লাখ ৫০ হাজার টিকিট প্রত্যাশী পূর্বাঞ্চলের টিকিটের জন্য ওয়েবসাইটে হিট করেছেন।


রবিবার (২৪ মার্চ) থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে, যা ৩০ মার্চ পর্যন্ত চলবে। বিক্রির শেষ দিন দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।


গত ১৩ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে, আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা ২টা থেকে।


আরও পড়ুন: অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে


প্রতিদিন আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।


বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railwaz.gov.bd) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে।


জেবি/এজে