Logo

আপিল শুনানির ষষ্ঠ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২১:১৪
আপিল শুনানির ষষ্ঠ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ প্রার্থী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানিতে ষষ্ঠ দিনে আরও ৬০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্র জানায়, এদিন নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মোট ১০৪টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর করা হয়। পাশাপাশি ৩৪টি আবেদন খারিজ করা হয় এবং ১০টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের প্রথম দিনের শুনানি শেষে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। ওই দিন আরও ১৫টি আবেদন নামঞ্জুর করা হয় এবং তিনটি আবেদন স্থগিত রাখা হয়।

বিজ্ঞাপন

সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনের আপিল শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। একই সময়ে ১১৫ জনের আপিল বাতিল বা নামঞ্জুর করা হয়েছে এবং ৩৩টি আবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে।

নির্বাচন কমিশন আরও জানায়, সপ্তম দিনের আপিল শুনানি শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ৪৮১ থেকে ৫১০ নম্বর পর্যন্ত আপিলগুলোর শুনানি নেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এর মধ্যে শেষ দিন ৯ জানুয়ারিতেই জমা পড়ে ১৭৬টি আবেদন। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে কমিশন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD