Logo

হাদির স্ত্রীর আবেগঘন পোস্টের পর বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২০:২৫
হাদির স্ত্রীর আবেগঘন পোস্টের পর বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশের সব জেলা ও অঞ্চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা, উপজেলা, বিভাগীয় শহর থেকে শুরু করে ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত সর্বত্র প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে এই আন্দোলনে সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। জাবের আশঙ্কা প্রকাশ করে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার যেন সাগর-রুনি মামলার মতো দীর্ঘসূত্রতায় হারিয়ে না যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিচারের প্রক্রিয়া গড়িমসি করা হয়, তাহলে বিক্ষোভ মিছিলের পর পর্যায়ক্রমে অবরোধ, যমুনা ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং প্রয়োজনে সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ওসমান হাদি হত্যার ঘটনায় রাষ্ট্রের পক্ষ থেকে আন্তরিকতা বা সদিচ্ছার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। তদন্ত প্রতিবেদনকে অস্পষ্ট ও দুর্বল উল্লেখ করে তিনি বলেন, যাদের আসামি করা হয়েছে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমনকি হত্যার পরিকল্পনাকারীদের বিষয়ে চার্জশিটে কোনো সুস্পষ্ট তথ্য নেই বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে হত্যার বিচার চেয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দেওয়া ওই পোস্টে তিনি প্রশ্ন তুলেছিলেন— ওসমান হাদির হত্যার বিচার আদৌ হবে কি না এবং কেন ইনকিলাব মঞ্চ থেকে তখনো জোরালো কর্মসূচি আসেনি।

বিজ্ঞাপন

রাবেয়া ইসলাম লেখেন, বিচার হবে না—এমন ধারণা মাথায় রাখা যাবে না। বিচারের জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, যদি বিচার না হয়, তবে এই দেশে আর ওসমান হাদির মতো বিপ্লবী বীর জন্ম নেবে না। বিচারপ্রক্রিয়ায় বিলম্ব নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন।

পোস্টে তিনি ওসমান হাদির একটি বক্তব্যের উল্লেখ করেন, যেখানে হাদি বলেছিলেন—‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’ রাবেয়া ইসলাম বলেন, লড়াই ও সংগ্রামই একজন মুমিনের জীবনের বাস্তবতা, আর এই পথ সহজ হয় না।

তিনি ইনকিলাব মঞ্চ নিয়ে ওসমান হাদির আবেগের কথাও তুলে ধরেন। হাদি বলতেন, ইনকিলাব মঞ্চই তার প্রথম সন্তান, আর দ্বিতীয় সন্তান তার ছেলে ফিরনাস। সংগঠনের অনেক কর্মী নিঃস্বার্থভাবে তার সঙ্গে ছিলেন, অর্থনৈতিক কষ্টের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন—এ কথাও স্মরণ করেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে রাবেয়া ইসলাম লেখেন, যারা ওসমান হাদিকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন, তাদের উচিত এখন তার সহযোদ্ধাদের অবস্থার কথাও ভাবা। তিনি লেখেন, “দাসত্ব যদি জমিনের নিয়তি হয়, তবে লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।” পোস্টের শেষ লাইনে তিনি লেখেন—শহীদ শরিফ ওসমান বিন হাদি, ইনকিলাব জিন্দাবাদ।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির নেতা। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বিজ্ঞাপন

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হত্যাকাণ্ডের এক মাস পার হলেও বিচার ও অগ্রগতির দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, এই আন্দোলন থামবে না—বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD