Logo

পোস্টাল ব্যালটে কারচুপির করলে এনআইডি ব্লক ও দেশে ফেরত: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২১:২৭
পোস্টাল ব্যালটে কারচুপির করলে এনআইডি ব্লক ও দেশে ফেরত: ইসি
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবার চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

কমিশনের স্পষ্ট ঘোষণা— বিদেশে বসে কেউ ভোট কারচুপির চেষ্টা করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে তাকে দেশে ফেরত আনা হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, এদিন এক জরুরি ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের পক্ষ থেকে পোস্টাল ব্যালটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়। এর আগে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পোস্টাল ব্যালট বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

ইসি কমিশনারের দেওয়া তথ্যমতে, এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৯ হাজার ৫৮৪টি ব্যালট এখনো ট্রানজিটে রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে ৭ লাখ ৭ হাজার ৫০০টি ব্যালট। কিউআর কোড স্ক্যানিংয়ের তথ্য অনুযায়ী ভোটারদের হাতে পৌঁছেছে ১ লাখ ৪০ হাজার ৮৭৩টি ব্যালট। পাশাপাশি ঠিকানা জটিলতার কারণে ৪ হাজার ৫২১টি ব্যালট অনাবণ্টিত অবস্থায় ফেরত এসেছে, যার বড় অংশ এসেছে মালয়েশিয়া থেকে এবং দ্বিতীয় সর্বোচ্চ এসেছে ইতালি থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও প্রসঙ্গে আবুল ফজল সানাউল্লাহ বলেন, বাহরাইন, ওমান ও কুয়েতে পোস্টাল ব্যালট বিতরণ নিয়ে কিছু বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়েছে। বাহরাইনে একই ঠিকানায় বসবাসকারী একাধিক বাংলাদেশির ব্যালট একসঙ্গে দেওয়ার সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে দূতাবাসের নির্দেশনায় জাতীয় পরিচয়পত্রের সমতুল্য ‘সিপিআর’ যাচাই ছাড়া ব্যালট হস্তান্তর বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ওমানেও আইডি কার্ড বা পাসপোর্ট যাচাই ছাড়া ব্যালট দেওয়ার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এমনকি স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও একজনের ব্যালট অন্যজনের হাতে দেওয়া যাবে না। কুয়েতে পোস্ট অফিসে কর্মরত কিছু বাংলাদেশি অতিরিক্ত উৎসাহে সর্টিংয়ের সময় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।

ইসি কমিশনার আরও বলেন, অনেক দেশে একই ঠিকানায় বিপুলসংখ্যক ভোটার বসবাস করায় বাল্ক ডিস্ট্রিবিউশনের সময় কিছু জটিলতা দেখা দিয়েছে। তবে প্রতিটি মিশনকে সতর্ক করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এ সংক্রান্ত বৈঠকে সিআইডির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনৈতিক উদ্দেশ্যে অবৈধভাবে ভোট সংগ্রহ বা প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। প্রয়োজনে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতিও বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রবাসীদের জন্য এই ভোটাধিকার ব্যবস্থা চালু করা হয়েছে। ডিজিটাল সীমাবদ্ধতা ও বাস্তব চ্যালেঞ্জের মধ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হয়। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে এই সুযোগ নষ্ট হতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD