ঈদ উপলক্ষে মালয়েশিয়ায় দুদিনের টোল ফ্রি ঘোষণা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৯ পিএম, ২৯শে মার্চ ২০২৪


ঈদ উপলক্ষে মালয়েশিয়ায় দুদিনের টোল ফ্রি ঘোষণা
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান শেষে ঘরমুখো মানুষের সুবিধার্থে এবার ৮ ও ৯ এপ্রিল টোল ফ্রি ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। 


বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির সরকারের তরফ থেকে এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।


আরও পড়ুন: রমজানের আগে ৯০০ পণ্যের দাম কমালো কাতার


ঘোষণা অনুযায়ী ৮ এপ্রিল রাত ১২টা থেকে হাইওয়েসহ সকল সড়কে টোল ফ্রি করা হবে। যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।


ক্যাবিনেটে আলোচনার পর আনুষ্ঠানিক এ ঘোষণা আসে। হিসাব বলছে দুদিনের টোল ফ্রির এ ঘোষণায় ৩৭.৬ মিলিয়ন রিঙ্গিত টোল আদায় থেকে বঞ্চিত হবে সরকার। তবে বিপুল পরিমাণ মুসলিম সম্প্রদায়ের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।


এ সময় নির্বিঘ্ন যাতায়াতে সবাইকে সচেতনভাবে চলাচলের জন্যও পরামর্শ দেওয়া হয়। প্রতি বছর ঈদ ও নতুন বছরকে সামনে রেখে এ ধরনের ঘোষণা দেন মালয়েশিয়ান সরকার।


আরও পড়ুন: রমজানে ৯৩ দেশকে খেজুর উপহার দিয়েছে সৌদি


সরকারের এ ঘোষণায় ৮ ও ৯ এপ্রিল রাস্তায় তুলনামূলক বেশি যানজটের আশঙ্কা করে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন।


উল্লেখ্য, ঈদ পালনে বেশির ভাগ মালয়েশিয়ান গ্রামে ফিরতে পছন্দ করেন। সেখানে নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে বেশ আনন্দঘন পরিবেশে ঈদ পালন করেন তারা।


জেবি/এজে