আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪


আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি

চার দিন না পেরোতেই লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবারও এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন।


শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেলতলা সীমান্তের  ৯১৩ নম্বর পিলারের নিকটে  এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মুরুলী চন্দ্র (৪৩) কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। 


আরও পড়ুন: ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত


এছাড়া আহতরা হলেন চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)।


স্থানীয়রা জানিয়েছে, বিএসএফ গুলিতে ৩ জন বাংলাদেশি আহত হয়। এসময় সঙ্গীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রংপুরে নেওয়ার পথে মুরুলী চন্দ্র মারা যান। আহত অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যু


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর এ ঘটনা নিশ্চিত করে  বলেন, রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরদেহ কালীগঞ্জ থানায় রয়েছে।


জেবি/এসবি