৯৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪


৯৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ))।


রবিবার (৩১ মার্চ) বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।


প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯৬ হাজার ৭৩৬টি পদের মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে ৪৩ হাজার ২৮৬ জন এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।


আরও পড়ুন: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খরচ বেড়েছে শিক্ষার্থীদের

 

এনটিআরসিএ সূত্র জানা গেছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্কুলপর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে চার হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে।  এসব তথ্যের ভিত্তিতেই ৫ম গণবিজ্হপ্তি প্রকাশ করা হয়েছে।


আরও পড়ুন: ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর ভর্তির তথ্য ফাঁস


এর আগে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। পরে ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তী সময়ে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। সোমবার (২৫ মার্চ) সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়।


জেবি/এসবি