কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪


কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ২
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ইউনিয়নের পাকুরিয়া গ্রাম থেকে ৮৯ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্য্যব-১২ এর এক আভিধানিক দল। 


বুধবার (০৩ এপ্রিল) সকালের দিকে র‌্যাব-১২, কুষ্টিয়া, সিপিসি-১ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 


আরও পড়ুন: এবার কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি


র‌্যাব-১২, কুষ্টিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর নির্দেশনায় কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষ আভিযানিক দল বুধবার সকাল আনুমানিক সাড়ে সাতটায় দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামে এক অভিযান পরিচালনা করে। এসময় পাকুড়িয়া গ্রামের মোঃ দবির মন্ডলের ছেলে মোঃ বকুল ইসলাম (২৫), মৃত মুনছার মন্ডলের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩২), গ্রেফতার করে ৮৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৭ হাজার টাকা বলে জানা গেছে। 


গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে তারা জানায়, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে।


এমএল/