ঈদ সালামির কথা বলে জাকাত দেওয়া যাবে কি?
ইসলাম ডেস্ক
প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪
জাকাত মুসলিম উম্মার জন্য ফরজ। জাকাত আদায় হওয়ার জন্য জাকাতদাতার শুধু নিয়ত জরুরি, এছাড়া জাকাত গ্রহণকারীর জানার প্রয়োজন নেই। তাই ঈদ সালামি বলে জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে জাকাত আদায়ের নিয়তে টাকা দিলে তা জাকাত হিসেবে আদায় হয়ে যাবে। (রদ্দুল মুহতার: ২/২৬৮)
একইভাবে যদি উপযুক্ত ব্যক্তির অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরও ঈদের সালামি হিসেবে জাকাত দেয়া হয় তবে জাকাত আদায় হয়ে যাবে যদি ওই টাকা ওই ব্যক্তির কাছে পৌঁছবে তা নিশ্চিত থাকে এবং অনর্থক কাজে নষ্ট হওয়ার ভয় না থাকে।
আরও পড়ুন: নাজাতের দশকে যে সব আমল বেশি বেশি করবেন
জাকাত ইসলামের ৫ রোকনের একটি। প্রত্যেক সম্পদশালী মুসলমানের অন্যতম ফরজ কর্তব্য হলো, প্রতি বছর তার বর্ধনশীল সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ দান করে দেওয়া।
আরও পড়ুন: যেসব কারণে ইতিকাফ ভেঙে যায়
আল্লাহ তাআলা বলেন, “তোমরা নামাজ কায়েম কর ও জাকাত দাও এবং যে নেক আমল তোমরা নিজদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা করছ নিশ্চয় আল্লাহ তা দেখেন।” (সুরা বাকারা: ১১০)
জেবি/এসবি