Logo

‘ধৈর্যের পরীক্ষা নেবেন না’ বললেন শাহিন শাহ আফ্রিদি

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৪, ০৭:০২
45Shares
‘ধৈর্যের পরীক্ষা নেবেন না’ বললেন শাহিন শাহ আফ্রিদি
ছবি: সংগৃহীত

কিন্তু আমি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেলে কী কী করতে পারি সেটা কেউ ভাবতেই পারছে না

বিজ্ঞাপন

শুরু করার আগেই যেন শেষ হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বের অধ্যায়। পাকিস্তানকে মাত্র একটি সিরিজেই অধিনায়ক ছিলেন তিনি, এরপরই আবার তাকে সরিয়ে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে বাবর আজমের হাতে। কেবলমাত্র এখানেই শেষ হতে পারত এই বিষয়টা, তার নামে ভুয়া বিবৃতিও প্রচার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পুরো বিষয়টি নিয়েই মনে বেশ চাপা ক্ষোভ ছিল এই পেশারের। এবার যেন আর নিজেকে আটকাতে পারলেন না তিনি। রীতিমতো হুঙ্কার ছুড়ে বসলেন পাকিস্তানি এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেছেন সাবেক এই অধিনায়ক। সেখানে লিখেছেন, ‘আমাকে এমন কোনো জায়গায় দাঁড় করাবেন না, যেন আমার নিষ্ঠুর ও বেপরোয়া চেহারা প্রকাশ করতে হয়। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, কারণ আপনি হয়তো আমার সবচেয়ে দয়ালু ও কোমল রূপই দেখেছেন। কিন্তু আমি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেলে কী কী করতে পারি সেটা কেউ ভাবতেই পারছে না।’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন: লিটনকে নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক

গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতা শেষে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন তারকা ব্যাটার বাবর আজম। এরপর টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদি এবং শান মাসুদকে টেস্ট ফরম্যাটের নেতৃত্ব দেয় পিসিবি। দুই অধিনায়কই একটি করে সিরিজেই নেতৃত্ব দিয়েছেন। বেশ ব্যর্থ হয়েছেন দুজনই, তবে নিজেদের জায়গা থেকে উন্নতির জন্য আরও অন্তত কিছু সময় সুযোগ পাওয়ার প্রত্যাশা ছিল শাহিন-মাসুদদের। টেস্ট ফরম্যাটে শান মাসুদ বহাল থাকলেও, শাহিনকে সরিয়ে দেওয়া হয় সংক্ষিপ্ত ফরম্যাটটির নেতৃত্ব থেকে।

বিজ্ঞাপন

গত ৩১ মার্চ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পিসিবি জানিয়েছে, ‘নির্বাচক কমিটির পরামর্শক্রমে পিসিবি বস মহসিন নাকভি বাবর আজমকে পাকিস্তান জাতীয় দলের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নেতৃত্ব ভার দিয়েছেন।’ পিসিবির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন শাহিনের শ্বশুর কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদি। সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD