শ্রীপুরে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন, গণশিক্ষা প্রতিমন্ত্রী
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪
গাজীপুরের শ্রীপুরে হতদরিদ্রদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। এ সময় তিনি বলেন আপনারা হলেন আমাদের প্রিয়জন, আমাদেরকে আপনাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আর আপনারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনজন। আমরা যখন খোঁজ-খবর নেই, আপনাদের সুখ-দুঃখের খবর রাখি, তখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা খোঁজ-খবর নেই। পরবর্তীতে জানতে চান ওঁদের (আপনাদের) কী অবস্থা, ওঁরা কেমন আছে।’
শনিবার (৬ এপ্রিল) শনিবার দুপুরে উপজেলার ভাংনাহাটি গ্রামের রহমতনগর গুচ্ছগ্রামের ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার বাবার মতোই আপনাদের পাশে থেকে, একটানা ক্ষমতায় থেকে এই উন্নয়নগুলো করে যাচ্ছেন। না হলে কিন্তু এ সব সম্ভব ছিল না। এই আপনারা যখন ঘর পান, ঘরের সঙ্গে সঙ্গে আপনাদের মালিকানা তৈরি হয়। সেই সঙ্গে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আপনাদের বাচ্চারা যাতে ভালো থাকে, সুন্দর ভবিষ্যৎ যাতে তৈরি হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, এ ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়ে দেন। যাঁরা আমরা সংসদ সদস্য আছি, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি যাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে কাজ করছেন, তাদের সবাইকে এ ধরনের নির্দেশনা দেন। হতদরিদ্র মানুষ কেমন আছে, তাঁরা কেমন করে ঈদ করছে, সেগুলোর খোঁজ-খবর নিতে বলেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন প্রমুখ।
এমএল/