নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪


নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামুলক সংগঠণ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে সুবিধাবঞ্চিতদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক।


আরও পড়ুন: নরকোণা মহাসড়কে নবনির্মিত পুলিশ চেকপোস্ট উদ্বোধন 


সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, সম্মানিত সদস্য মো. কায়কোবাদ ও মিজানুর রহমান শাহিন। বিতরণ অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. শাহিন মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান-সহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সংস্থার উদ্যোগে এবার ২শত ৩০টি কাপড় ও ৩০টি লুঙ্গি বিতরণ ও বিকেলে ইফতারের আয়োজন করা হয়।


এমএল/