Logo

পূবাইলে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৪ নভেম্বর, ২০২৫, ১৫:১৮
29Shares
পূবাইলে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি প্রতিনিধি।

গাজীপুরের পূবাইল থানার হাড়িবাড়িরটেক এলাকায় ঘোড়াশাল–টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নিচে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পূবাইল থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

পূবাইল থানার সাব ইনস্পেক্টর নাজমুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

প্রাথমিকভাবে ধারণা করছে, ঘটনাটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর বিধি মোতাবেক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরবর্তীতে মরদেহ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডি গাজীপুরকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD