Logo

নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত পুনরুদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
নোয়াখালী
৪ নভেম্বর, ২০২৫, ১৪:২১
8Shares
নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত পুনরুদ্ধার
ছবি প্রতিনিধি।

নোয়াখালীর সোনাইমুড়ীতে বজরা-নাটেশ্বর সড়কে ইসলামগঞ্জ বাজার নামক স্থানে অবৈধভাবে দখল করা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, থানা পুলিশ ও গ্রাম পুলিশ অভিযানে সহযোগিতা করে। ফুটপাতে অবৈধভাবে থাকা মালামাল গুলো জব্দ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলেন, সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD