Logo

মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোচালকসহ নিহত ২

profile picture
উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৪ নভেম্বর, ২০২৫, ১৭:৩৪
18Shares
মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোচালকসহ নিহত ২
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সাচালক ও অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিক্সাচালক রহিজ উদ্দিন সিকদার(৪৬) ও অটোরিক্সার যাত্রী রশীদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ(৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোরিক্সাচালক যানজট এড়াতে উল্টো পথে ওভারব্রিজে উঠার চেষ্টা করে।

বিজ্ঞাপন

এ সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাচালক ও যাত্রী দু'জনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,সোহেল সারোয়ার বলেন, অটোরিক্সাচালক মহাসড়কের উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।অজ্ঞাত বাস,হেলপার ও চালককে আটকের চেষ্টা চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD