Logo

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কণ্ঠশিল্পী মনির খান

profile picture
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ
৪ নভেম্বর, ২০২৫, ১৬:০৩
25Shares
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কণ্ঠশিল্পী মনির খান
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয় মনির খান ঝিনাইদহ–৩ (মহেশপুর–কোটচাঁদপুর) আসনের জন্য দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বিজ্ঞাপন

তিনি অতীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন মেহেদী হাসান রনি।

দলের এই সিদ্ধান্তকে পরিপূর্ণ রাজনৈতিক সৌজন্যের সঙ্গে মেনে নিয়ে মনির খান তাঁর ফেসবুক পেজে রনির সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ–৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী। তোমার জন্য শুভকামনা রইলো।’

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ আসনের মধ্যে ২৩৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলের মনোনয়ন না পেলেও মনির খানের পরিপক্ব ও ইতিবাচক রাজনৈতিক মনোভাব ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে। তাঁর এই উদার আচরণকে অনেকেই দলের প্রতি অটল আনুগত্য ও গণতান্ত্রিক চেতনার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD