Logo

ফুলবাড়ীয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে করিমের অনুসারীদের বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৪ নভেম্বর, ২০২৫, ২০:০২
35Shares
ফুলবাড়ীয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে করিমের অনুসারীদের বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপির প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন করিম সরকারের অনুসারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা “মনোনয়ন পরিবর্তন করো, রাজপথের যোদ্ধাকে দাও”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে ফুলবাড়ীয়ার প্রধান সড়কগুলো। পরে মিছিলটি ভালুকজান নোঙর কমিউনিটি সেন্টারের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আঃ করিম সরকার বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। দলের সংকটকালে তিনি রাজপথে থেকে আন্দোলন করেছেন, সরকারের দায়ের করা প্রায় ৪৫টি মামলায় ভুগেছেন, একাধিকবার জেলও খেটেছেন। অথচ বর্তমান মনোনীত প্রার্থী আন্দোলনের মাঠে কখনও দেখা যায়নি, তার নামে কোনো মামলা পর্যন্ত নেই। বক্তারা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের প্রয়াত পাটমন্ত্রী ফায়জুল হকের মেয়ে জামাই—এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবমাননার শামিল।

বক্তারা আরও বলেন, “আমরা পিডিবি ফারুকের মনোনয়ন প্রত্যাহার চাই। ফুলবাড়ীয়ার রাজপথের সৈনিক করিম সরকারকে মনোনয়ন দিতে হবে, নইলে আন্দোলন আরও তীব্র হবে।”

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ মাসুদ, এডভোকেট হুমায়ুন কবির, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, সরকার শহীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মণ্ডল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রোমান মিয়া, আকরাম শিকদার, লতিফ মণ্ডল প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী সমাবেশে যোগ দিয়ে করিম সরকারের পক্ষে স্লোগান দেন এবং ‘১/১১ আমলের দোসরদের’ বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ শেষে দলীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ফুলবাড়ীয়ার জনগণ ত্যাগী নেতা করিম সরকারকেই প্রার্থী হিসেবে দেখতে চায়। তার মনোনয়ন না হলে আন্দোলন আরও জোরদার হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD