Logo

কুমিল্লায় মনোনয়নবঞ্চিত ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল ও বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৪ নভেম্বর, ২০২৫, ২০:৩৪
13Shares
কুমিল্লায় মনোনয়নবঞ্চিত ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল ও বিক্ষোভ
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা রাস্তায় নেমে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা পূবালী চত্বরে অবস্থান নেন।

এ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

মিছিল ও সমাবেশে ইয়াছিনের সমর্থকরা নানা শ্লোগান দেন- ‘আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই’, ‘জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই ইয়াছিন ভাই’, ‘কুমিল্লার ঘরে ঘরে ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই’ এবং ‘নেতাকর্মীদের সুখে দুখে ইয়াছিন ভাই’।

নেতাকর্মীরা জানিয়েছেন, এ আসনে দলের মনোনয়ন নিয়ে তৃণমূল স্তরে অসন্তোষ দেখা দিয়েছে।

এর আগেও সোমবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণার পর রাতের সময়ে কান্দিরপাড় এলাকায় নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তীতে রাত ১২টা পর্যন্ত আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও কিছু সময় বন্ধ রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন না পাওয়া স্থানীয় প্রয়াত সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলার সমর্থকরা বিকেলে কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন।

দলের কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সাংবাদিকদের বলেন, আমি নিজেও কুমিল্লা সদর আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল যে আসনে যাকে মনোনয়ন দিয়েছেন, তারা আমাদেরই দলের লোক। তাই দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

এই বিক্ষোভ ও মশাল মিছিল প্রার্থী তালিকা ঘোষণার পর মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের অসন্তোষের প্রথম প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন ঘটনা দলীয় ঐক্য ও স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD