Logo

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক

profile picture
জনবাণী ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৪, ০২:০৫
103Shares
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
ছবি: সংগৃহীত

বুধবার (১৭ এপ্রিল) ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৩ বাংলাদেশিসহ ২৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির জোহর বারু প্রদেশে ১৫টি দোকানে অভিযান চালিয়ে এ অভিবাসীদের আটক করে ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (১৭ এপ্রিল) ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “সেখানে অনেক অবৈধ অভিবাসী বসবাস করছেন। স্থানীয়দের কাছ থেকে গোপন তথ্য পেয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “অভিযানে মোট ১১৫ জন বিদেশিকে তল্লাশি করা হয়। তার মধ্য থেকে ২৬ জনের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে সন্দেহভাজন হিসেবে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর অধীনে আটক করা হয় তাদেরকে। আটকদের মধ্যে বাংলাদেশের ২৩ জন ছাড়াও ভারতের দুজন এবং ইন্দোনেশিয়ার একজন নাগরিক।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ  বছরের ১ মার্চ থেকে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানার বিনিময়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। তবে এর মাঝেও ধরপাকড় অভিযান চলছে দেশটিতে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD