পটুয়াখালীতে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বিষপান, প্রেমিক পলাতক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪


পটুয়াখালীতে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বিষপান, প্রেমিক পলাতক
ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলে মৌসুমী আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক সাজিদ মৃধার উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।


শনিবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক আটটার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার ঘটনা জানাজানি হলে অভিযুক্ত সাজিদ মৃধা (১৮) এলাকা থেকে পালিয়ে যায়। সাজিদ আমিরাবাদ গ্রামের শহীদ মৃধার ছেলে। নিহত মৌসুমী আক্তার কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।কনকদিয়া ইউপির (৩নং ওয়ার্ড) আমিরাবাদ গ্রামের বাসিন্দা মো. মিজান হাওলাদার এর মেয়ে মৌসুমী।


যানা গেছে, নিহত মৌসুমীর সাথে অভিযুক্ত সাজিদ মৃধার দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলা। বাড়িতে সচারাচর আসা-যাওয়া করতেন সাজিদ মৃধা। দীর্ঘদিন সম্পর্ককে কেন্দ্র করে মৌসুমী পারিবারিক সমস্যার কারনে সাজিদ মৃধাকে বিয়ের প্রস্তাব দিলে সাজিদ রাজি না হওয়ায় একপর্যায়ে শনিবার সকাল আনুমানিক আটটার দিকে নিজ বাড়ীতে বিষপানে আত্মহত্যা করেন মৌসুমী এমনটাই অভিযোগ পাওয়া যায় স্থানীয়দের কাছ থেকে।


আরও পড়ুন: কর্ণফুলী ৩ লঞ্চে আগুন আতঙ্কে পানিতে ঝাঁপ যাত্রীদের


পরিবার সুত্রে যানা যায়, মৌসুমীর সাথে সাজিদের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাজিদ সচারাচর আসা-যাওয়া করতেন এবং একপর্যায়ে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। শনিবার (২০ এপ্রিল) মৌসুমীর মা ছালেয়া বেগম প্রতিদিনের মতো সাংসারিক কাজের ব্যস্ততায় থাকে এবং মেয়েকে সংসারের কাজ ডাক দিলে মেয়ে মৌসুমী ডাকের কোন সারা দেয়নি। পরে ছালেয়া বেগম ঘরের মধ্যে গেলে ঘরের পিছনে বারান্দায় খাটের ওপর সকলের অগোচরে বিষাক্ত ঔষধ  খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা অসুস্থ অবস্থায় দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি ঘটলে দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু, এম্বুলেন্সে উঠানোর আগেই ভিকটিম মৌসুমী আক্তার মারা যায়।


এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ঘটনা শোনার পরে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। কি কারনে মৌসুমী বিষপানে আত্মহত্যা করেছে সেই বিষয় আমরা তদন্ত শুরু করেছি এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এমএল/