তীব্র তাপদাহে বিদ্যুতের খুঁটিতে আগুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪


তীব্র তাপদাহে বিদ্যুতের খুঁটিতে আগুন
ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। 


রবিবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে বিদ্যুতের খুঁটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বেড়ে যায় আগুনের তীব্রতা। এতে ওই খুঁটিতে থাকা বিভিন্ন ইন্টানেট ও ডিস লাইনের তার পুড়ে যায়। কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ লাইনেরও। এ ছাড়াও বিদ্যুতের খুঁটির নিচে থাকা আজিম আলী নামের এক তরমুজ বিক্রেতার তরমুজও পুড়ে য়ায়।


খবর পেয়ে সাঙ্গে সঙ্গ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: তীব্র গরমে পুড়ছে দেশ, ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি


এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার ঘণ্টাখানেক পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও লাইন পুড়ে যাওয়ায় ওই এলাকার ইন্টারনেট ও ডিস সংযোগ স্বাভাবিক হয়নি। তবে এসব সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা কাজ করছে।


আরও পড়ুন: হিট অ্যালার্টের মধ্যেই ঝড়ের আভাস


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, “অতিরিক্ত তাপমাত্রার কারণেই আগুনের সূত্রপাত হয়েছিলো। খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেছি। বড়ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”


জেবি/এসবি