শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

দেশটির স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
বিজ্ঞাপন
তাইওয়ানের রাজধানী তাইপে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে ।
দেশটির স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
বিজ্ঞাপন
সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানায়, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
বিজ্ঞাপন
এএফপির এক গণমাধ্যমকর্মী বলেছেন, “এই মাসের শুরুতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বা আফটারশক।”
বিজ্ঞাপন
হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সামাজিকমাধ্যম চ্যানেলে একটি পোস্টে বলেছে, “ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন।”
বিজ্ঞাপন
এ মাসের ৩ তারিখে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি হয়।
বিজ্ঞাপন
জেবি/এসবি








