শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
ফাইল ছবি

তাইওয়ানের রাজধানী তাইপে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে । 


দেশটির স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে  ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। 


সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানায়, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।


আরও পড়ুন: উত্তরাখন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, নিহত ৪


এএফপির এক গণমাধ্যমকর্মী বলেছেন, “এই মাসের শুরুতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বা আফটারশক।”


আরও পড়ুন: তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি পাকিস্তানে


হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সামাজিকমাধ্যম চ্যানেলে একটি পোস্টে বলেছে, “ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন।”


এ মাসের ৩ তারিখে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি হয়।


জেবি/এসবি