আজ রাতেই দেখা যাবে ‘গোলাপি চাঁদ’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪


আজ রাতেই দেখা যাবে ‘গোলাপি চাঁদ’
প্রতীকী ছবি

বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো দুনিয়া। তা হলো  এবার রাতে দেখা যাবে  ‘গোলাপি চাঁদ’। প্রতি বছরের এপ্রিল মাস এই চাঁদ দেখা যায়। পূর্ণিমার এ চাঁদকেই বলা হয় পিঙ্ক মুন বা  ‘গোলাপি চাঁদ’। 


মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, “এবার গোলাপি চাঁদ পরিপূর্ণরূপে ধরা দেখা যাবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে দেখা যাবে পিঙ্ক মুন। তবে সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল, তিন দিন দেশটিতে এই চাঁদ দেখা যাবে। 


আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) এই গোলাপি চাঁদ দেখা যাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায়।


আরও পড়ুন: রাশিয়ার আদালতে মেটা মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড


জ্যোতির্বিজ্ঞানের মতে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝবরাবর অবস্থান করে তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়। তবে নাম গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিন্তু পুরোপুরি গোলাপি নয়।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধে বিল পাস


ধোঁয়াসহ আবহাওয়াগত নানা কারণে এই চাঁদ সবার চোখে গোলাপি রঙে দেখা দেবে না। সাধারণত সোনালি রঙেই তা দেখা যাবে। কোথাও কোথাও কমলা রঙেও চাঁদটি দেখা যেতে পারে। রাত বাড়ার একপর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রং ধারণ করবে।


জেবি/এসবি