ভারতের কাশ্মীরে নির্বাচনী আবহে এনকাউন্টারে নিহত ১


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪


ভারতের কাশ্মীরে নির্বাচনী আবহে এনকাউন্টারে নিহত ১
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে ৬ দফায় ভোট হচ্ছে। নির্বাচনী আবহেই এবার জঙ্গি দমনে বড়সড় সাফল্য। 


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কাশ্মীরে সেনার এনকাউন্টারে নিহত হল এক লস্কর-ই- তইবা জঙ্গির। তবে এনকাউন্টার চলাকালীন আহত হয়েছেন ২ সেনা জওয়ান। 


সেনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সোপোরে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে। তারপরেই কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনী ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। জঙ্গিদের ডেরার কাছে বাহিনী পৌঁছতেই গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী ও। সেই অভিযান চলাকালীনই নিহত হয় এক লস্কর জঙ্গি। গুলির চলাকালীন পড়ে আহত হন এক স্থানীয় বাসিন্দা।


আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী


এদিন সন্ধ্যা থেকে গুলির লড়াই শুরু হয়ে চলেছে শুক্রবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত। সেই সময়েই আহত হন ২ সেনা জওয়ান।


সূত্র থেকে জানা গেছে, সোপোরের ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে লস্করের এক শীর্ষকর্তা। আরও বেশ কয়েকজন জঙ্গি ও লুকিয়ে রয়েছে সেখানে। তাদের খোঁজে এখনও লাগাতার তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী।


এমএল/