তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪


তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহে পুড়েছে চুয়াডাঙ্গা জেলা। এ পরিস্থিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে কয়েক গুণ।


শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


প্রতি মৌসুমের প্রায় সময়জুড়েই উত্তপ্ত থাকে চুয়াডাঙ্গা। তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে তাপপ্রবাহ। এবারো চৈত্রের মধ্যভাগ থেকে শুরু হওয়া তাপমাত্রার এমন দাপট বৈশাখের আবহাওয়াকে জটিল করে তুলছে। এ যেন মরুর উষ্ণতা অনুভব করছে মানুষ।


আরও পড়ুন: তীব্র গরমের মধ্যেই আবহাওয়া অফিসের সুখবর


দামুড়হুদা বাসস্ট্যান্ডের ইজিবাইক চালক হারেজ আলী জানান, “কঠিন তাপ পড়চি। সূর্য মনে হচ্চি মাতার উপর চলি এসিচে। আমরা গরিব মানুষ পেটের দায়ে বাইরি বের হয়িচি। মাজে মাজে রাস্তার পাশের দুকান থেকি শরবত খেয়ি ঠান্ডা হচ্ছি।”


আরও পড়ুন: তাপদাহ কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, “এ মাসের শেষের কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে।”


জেবি/এসবি