Logo

সদরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৪, ০১:৫৭
53Shares
সদরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ছবি: সংগৃহীত

মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী

বিজ্ঞাপন

তীব্র গরমে চলমান দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য ফরিদপুরের সদরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। 

শত শত ধর্মপ্রাণ মানুষ খোলা ময়দানে প্রখর রোদের মধ্যে এই নামাজে শরীক হয়। শনিবার (২৭এপ্রিল) সকাল ১১টায় সদরপুর স্টেডিয়াম মাঠে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমত লাভের আশায় বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজে ইমামতি করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম ও সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

 

বিজ্ঞাপন

নামাজের পূর্বে ইসতিসকার নামাজের গুরুপ্ত ও ফজিলত সম্পর্কে বিশেষ বয়ান পেশ করেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের আলহাজ্ব মাওলানা আমির হোসেন। 

বিজ্ঞাপন

আরো উপস্থিত ছিলেন সদরপুর এতিমখানা মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি মাহদি হাসান সহ বিভিন্ন মসজিদের ইমামগণ ও স্থানীয় মুসুল্লিগন।

বিজ্ঞাপন

অপরদিকে, শনিবার (২৭এপ্রিল) ডিজিটাল ডিভাইসে সদরপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপদাহে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাপদাহের কারনে ফসলী জমিতে ফসল তুলতে পারছেন না কৃষকরা। 

অতিরিক্ত তাপদাহের কারনে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া জ্বর কাশি নিয়ে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। পাশাপাশি হিটস্ট্রোকে মারা যাচ্ছে মানুষ। জীবকুলের পাশাপাশি প্রচন্ড তাপদাহে বিপাকে রয়েছে প্রাণীকুল। প্রাকৃতিক দুর্যোগের থেকে পরিত্রানের জন্য বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD