Logo

ন্যাশনাল ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৪, ০৫:০৮
77Shares
ন্যাশনাল ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত
ছবি: সংগৃহীত

শনিবার (২৭ এপ্রিল) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ন্যাশনাল ব্যাংকের  ৪৯৮তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত ও স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার এর সভাপতিত্বে পরিচালনা পর্ষদ সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো সিরাজুল ইসলাম এবং পরিচালক লে. জেনারেল মো. শফিকুর রহমান, ওএসপি (বার), এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)।

বিজ্ঞাপন

সভায় ভার্চুয়ালি অংশ নেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক আলহাজ খলিলুর রহমান ও স্বতন্ত্র পরিচালক এম কামাল হোসেন। এছাড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম খানসহ প্রধান কার্যালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তাগণ উক্ত পর্ষদ সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD