নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪


নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশি
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলো শহরে দুর্বৃত্তের বন্দুকের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। 


শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-  সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল (৪৩)।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বাফেলোতে বাবুলের বাড়িতে কাজ করছিলেন ইউসুফ। এ সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছ থেকে কিছু অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ যুবকটি তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ ইসিএমসি হাসপাতালের মর্গে রয়েছে।


আরও পাড়ুন: ঢাকার শীর্ষ সন্ত্রাসী জয় তানভীরের মালয়েশিয়ায় মৃত্যু


এদিকে, তাদের মৃত্যু উপলক্ষে  ফিলমোর জামে মসজিদের সামনে প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা।


বাফেলো পুলিশ জানায়, জেনার স্ট্রিটে বন্দুকের গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমসহ একটি সোয়াট (বিশেষ অস্ত্র এবং কৌশল) টিম দ্বারা সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে রাখা হয়।


আরও পাড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ প্রবাসীর


স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান জানিয়েছেন, আমাদের এই বাফেলো শহর খুব শান্ত ছিল। এ ধরনের ঘটনা ঘটে খুবই দুঃখজনক। তবে সন্দেহভাজন দুর্বৃত্ত তাদের হেফাজতে আছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।


জেবি/এসবি