Logo

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৪, ২২:৩২
111Shares
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশি
ছবি: সংগৃহীত

বাফেলোতে বাবুলের বাড়িতে কাজ করছিলেন ইউসুফ। এ সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছ থেকে কিছু অর্থ দাবি করেন।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলো শহরে দুর্বৃত্তের বন্দুকের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। 

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-  সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল (৪৩)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাফেলোতে বাবুলের বাড়িতে কাজ করছিলেন ইউসুফ। এ সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছ থেকে কিছু অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ যুবকটি তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ ইসিএমসি হাসপাতালের মর্গে রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, তাদের মৃত্যু উপলক্ষে  ফিলমোর জামে মসজিদের সামনে প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

বাফেলো পুলিশ জানায়, জেনার স্ট্রিটে বন্দুকের গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমসহ একটি সোয়াট (বিশেষ অস্ত্র এবং কৌশল) টিম দ্বারা সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে রাখা হয়।

বিজ্ঞাপন

স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান জানিয়েছেন, আমাদের এই বাফেলো শহর খুব শান্ত ছিল। এ ধরনের ঘটনা ঘটে খুবই দুঃখজনক। তবে সন্দেহভাজন দুর্বৃত্ত তাদের হেফাজতে আছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD