নিজের স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নিজের স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুরে স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে বাবা গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় স্ত্রী রহিমা (৩৮) ও রোকন (১৭) নামের এক ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা।

রোববার দিবাগত রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী মো. মফিজ পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক স্বামী মো. মফিজকে (৬০) গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

স্বামী মো. মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর বড় ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। বর্তমানে ঢাকা মহাখালী এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাতেন তিনি।

নিহত রহিমার স্বজনরা জানায়, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতো তারা। বিভিন্ন সময় টেনেহেঁচড়ে মারধর করতো। রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে ঘাতক স্বামী মো. মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করে। স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করে ঘর বাহির থেকে তালা লাগিয়ে দৌড়ে পালিয়ে যায় মফিজ।

পুলিশ জানায়, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক স্বামী মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান করছে।

এসএ/