অনিয়মে অর্জিত ডিগ্রি, বেনজীর আহমেদের ‘ডক্টরেট’ স্থগিত করলো ঢাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ১লা আগস্ট ২০২৫

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ভর্তি সংক্রান্ত শর্ত না পূরণ করে অনিয়মের মাধ্যমে ‘ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ (ডিবিএ) ডিগ্রি অর্জনের অভিযোগের সত্যতা মেলায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি গঠিত হয়েছে পাঁচ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি।
ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ২০ জুলাইয়ের বৈঠকে ডিগ্রি স্থগিতের সিদ্ধান্ত আসে। বৈঠকে তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রতিবেদনে উঠে আসে, বেনজীর আহমেদ ভর্তি ফরমে মিথ্যা তথ্য দিয়েছেন এবং নিয়ম ভেঙে অনুচিত সুবিধা গ্রহণ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, ডিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর এবং ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন। কিন্তু বেনজীর আহমেদ এই দুটি মৌলিক শর্তই পূরণ করেননি। তার ভর্তি ফরমে বিভিন্ন কালি ব্যবহারসহ নম্বরের তথ্য নিয়েও অসংগতি দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তৎকালীন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সুপারিশে এসব শর্ত শিথিল করে বেনজীরকে ভর্তি করানো হয়। তিনি একইসঙ্গে ছিলেন বেনজীরের গবেষণার তত্ত্বাবধায়কও।
সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে। সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ (সদস্য সচিব)। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০১৯ সালে ডিবিএ ডিগ্রি অর্জনের পর থেকে বেনজীর আহমেদ নামের আগে ‘ড. (ডক্টর)’ উপাধি ব্যবহার করে আসছিলেন। তবে বর্তমানে তদন্তে প্রমাণিত হয়েছে— তিনি ডিগ্রিটি ন্যূনতম যোগ্যতা ছাড়াই লাভ করেছেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ড. মুহাম্মাদ ইউনূসের কূটনীতিকে লাল কার্ড দেখিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম

বাঙলা কলেজে ‘জুলাই অলিম্পিয়াড ২০২৫’: ইতিহাসচর্চার প্রাণবন্ত আয়োজন!

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই শহিদ ও শোক দিবস পালিত
