ড. মুহাম্মাদ ইউনূসের কূটনীতিকে লাল কার্ড দেখিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪১ পিএম, ১লা আগস্ট ২০২৫


ড. মুহাম্মাদ ইউনূসের কূটনীতিকে লাল কার্ড দেখিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
ছবি: প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ড. মোহাম্মদ ইউনূসের সরকারের এই কূটনৈতিক উদ্যোগের প্রতিবাদে লাল কার্ড কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশত শিক্ষার্থী এতে অংশ নেন। হাতে লাল কার্ড উঁচিয়ে তারা স্লোগান দেন— “দালালি না মুক্তি”, “দিল্লি না ঢাকা”, “ওয়াশিংটন না ঢাকা”।


সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ কার্যালয় প্রতিষ্ঠিত হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাদের আশঙ্কা, বিদেশি প্রভাব ও আগ্রাসন বাড়বে এবং সামাজিক-ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্ন হবে।


বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ব্যর্থ হয়ে জাতিসংঘ ইতিমধ্যে তাদের দ্বিচারিতা প্রমাণ করেছে। মৃত্যুদণ্ড হ্রাসের মতো প্রস্তাব দেশে অপরাধ বৃদ্ধির কারণ হতে পারে বলেও তারা মন্তব্য করেন।


শিক্ষার্থীরা আরও দাবি করেন, “বাংলাদেশে কোনো ভোগাস মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। জাতিসংঘ কার্যালয় এলে তা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হবে।” 


বক্তারা আরও উল্লেখ করেন,  ইউনূস সরকার সর্বস্তরের জনগণকে ব্যস্ত রেখে গোপনে মানবাধিকার কমিশনের অনুমতি দিয়ে দিছেন। সরকারের এই  সিদ্ধান্তের সমালোচনা করে প্রশ্ন করেন, এটা গণতন্ত্রের চর্চা?  এটা গনতন্ত্রের চর্চা হতে পারে না যেখানে আপনি মানুষের মতামত গুরুত্ব দিচ্ছেন না।


আরএক্স/