Logo

আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলায় নামাজরত ৬ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৪, ২২:৫৬
422Shares
আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলায় নামাজরত ৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

আফগান সরকারের এক মুখপাত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

বিজ্ঞাপন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে ঢুকে নামাজরতদের ওপর সশস্ত্র এক ব্যক্তির হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) আফগান সরকারের এক মুখপাত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

বিজ্ঞাপন

সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের গুজারা জেলায় নৃশংস এই হামলার ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

আব্দুল মতিন কানি নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানিয়েছেন, রাতে নামাজ চলাকালে ওই মসজিদটিতে প্রবেশ করে ইবাদতরত ব্যক্তিদের ওপর গুলি চালায় অজ্ঞাত একজন সশস্ত্র ব্যক্তি। এতে মসজিদেই প্রাণ হারান ৬ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সোশ্যাল মিডিয়া এক্সে মতিন কানি লিখেছেন, “এই বন্দুক হামলায় ইবাদতরত ছয় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও একজন আহত হয়েছেন।”

একই তথ্য জানিয়েছে আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সিও।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD