রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২রা মে ২০২৪


রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
প্রতীকী ছবি

তীব্র তাপদাহের মাঝেই রাঙামাটিতে স্বস্থির বৃষ্টি নেমে আসে। তবে এ সময় বজ্রপাতে কমপক্ষে ৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।


বুধবার (১ মে) শহরের সিলেটি পাড়া এবং বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। একই সময়ে আরও কমপক্ষে ৭ জনের আহত হওয়ার তথ্য মিলেছে।


আরও পড়ুন: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের


নিহত ব্যক্তিরা হলেন,  রাঙামাটি শহরের সিলেটি পাড়া এলাকার জেলে নজির আহমেদ (৫০) ও বাঘাইছড়ি বড়াদম মুসলিম ব্লগের বাসিন্দা বাহারজান (৬০)।  এছাড়া নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়িতে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল ও রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর।


আরও পড়ুন: রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


আবহাওয়া অফিস জানা যায়, রাঙামাটিসহ উপজেলাগুলোর অনেক জায়গায় হাওয়া ও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।


জেবি/এসবি