প্রচন্ড দাবদাহে রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২রা মে ২০২৪

আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে রিকশা চালকদের মাঝে খাবার পানি, স্যালাইন ও ছাতা বিতরণ করেছে ফরিদপুর জেলা প্রশাসন। তীব্র দাবদাহ থেকে শ্রমজীবী মানুষদের রক্ষা করতে এই উদ্যোগ নেয়া হয়।
বুধবার (১ মে) দুপুরে জেলা শহরের বিভিন্ন যায়গায় তীব্র দাবদাহে খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবী মানুষদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এর পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহরের সকল রিকশা চালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
আরও পড়ুন: ফরিদপুরের মধুখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার রিকশা বিতরণের সময় বলেন, প্রচণ্ড দাবদাহের মধ্যে বেশি বেশি পানি পান করতে হবে, একটানা রিকশা না চালিয়ে কিছু সময় বিরতি দিয়ে আবার চালাতে হবে। এতে শরীর সুস্থ থাকবে। আমরা যারা সরকারি চাকরি করি তারা অফিসের মধ্যে থেকেই কাজ করি, কিন্তু যারা দিন মজুর, শ্রমিক বা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা খুব কষ্টে আছেন এই গরমে। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। তীব্র গরম থেকে বাঁচতে হয়তো কিছুটা হলেও সহায়ক হবে এই ছাতা।
আরও পড়ুন: ২০০০ কোটি টাকা পাচার: ফরিদপুরের দুই ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের স্থির সমাবেশ

গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা

২০০ কোটির বেশি টাকা পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে: সালেহউদ্দিন
