গুচ্ছ 'বি' ইউনিটের পরীক্ষার জন্য প্রস্তুত কুবি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২রা মে ২০২৪


গুচ্ছ 'বি' ইউনিটের পরীক্ষার জন্য প্রস্তুত কুবি
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


শুক্রবার (৩ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়সহ মোট ২ টি কেন্দ্রে অংশ নেবেন চার হাজার ২৯২ জন পরীক্ষার্থী। 


উদ্ভুত পরিস্থিতিতেও এই ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রস্তুত বলে নিশ্চিত করেছেন 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন। 


তিনি বলেন, 'ভর্তি পরীক্ষার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কোনো প্রকার কোনো অসুবিধা নেই, সকল শিক্ষক যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন।'


আরও পড়ুন: কেউ থাকছে হলে, কেউ ফিরছে বাড়িতে


ভর্তি পরীক্ষার পরীক্ষার্থী এবং আসন বিন্যাস সম্পর্কে তিনি বলেন, 'আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ২৯২ জন। যার মাঝে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবন এবং এডমিন বিল্ডিংয়েও কিছু আসন রয়েছে। পাশাপাশি 'সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৭০০ পরীর্ক্ষাথীর আসন দেওয়া হয়েছে।'


প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


এমএল/