Logo

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

profile picture
জনবাণী ডেস্ক
৪ মে, ২০২৪, ২৩:০৯
86Shares
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
ছবি: সংগৃহীত

ভারতের রাজনীতি বিশ্লেষকদের একাংশের মনে করেন, চলমান লোকসভা নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারে আসীন দল বিজেপি।

বিজ্ঞাপন

অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে গেল বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার। প্রায় ৫ মাস পর সেই অবস্থান থেকে এবার সরে এলো দেশটি।

শনিবার (৪ মে) এক প্রজ্ঞাপনে ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে। 

বিজ্ঞাপন

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য (মিনিমাম এক্সপোর্ট প্রাইস- এমইপি) ৫৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে।

বিজ্ঞাপন

ভারতের রাজনীতি বিশ্লেষকদের একাংশের মনে করেন, চলমান লোকসভা নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারে আসীন দল বিজেপি।

বিজ্ঞাপন

গেল বছর ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রদানের কারণে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা ব্যাপক লোকসানের শিকার হন; ফলে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ রয়েছে তাদের। অপরদিকে এবারের নির্বাচনে রাজ্যটির প্রতিটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থীরা।

বিজ্ঞাপন

ভোটের ফলাফলে সময় যেন কৃষকদের ক্ষোভের আঁচ না থাকে সে জন্যই বিজেপি এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে ধারণা অনেক রাজনীতি বিশ্লেষকের।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা চলাকালে ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রফতানি করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD