Logo

অসাধু জুয়েলারি ব্যবসায়ীদের তালিকা করছে বাজুস

profile picture
জনবাণী ডেস্ক
৪ মে, ২০২৪, ২৩:২৭
76Shares
অসাধু জুয়েলারি ব্যবসায়ীদের তালিকা করছে বাজুস
ছবি: সংগৃহীত

শনিবার (৪ মে) বাজুসের চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বাজুসের সদস্য হয়ে অসাধু উপায়ে স্বর্ণ ব্যবসা করা যাবে না উল্লেখ করে  বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসান বলেছেন, “স্বর্ণ ব্যবসা করেতে হলে মানতে হবে বাজুসের নিয়ম-কানুন। বাজুসের বেধে দেওয়া মূল্যের বাইরে গিয়ে ব্যবসায়ীরা সোনা বিক্রি করতে পারবে না।”

শনিবার (৪ মে) বাজুসের চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

বাজুসের সহসভাপতি বলেন, “বড় ও ছোট সব ব্যবসায়ীরাই যাতে সৎভাবে ব্যবসা করতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাজুস। যারা সোনার ব্যবসা করবেন তাদের অবশ্যই বাজুসের সদস্য হতে হবে। ইতোমধ্যে ঢাকায় যারা সদস্য নয়, তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।”

বিজ্ঞাপন

মতবিনিময়কালে বাজুস কেন্দ্রীয় নেতারা জেলার বিভিন্ন সমস্যার কথা ধৈর্যসহ শুনেন এবং তার সমাধান দেন রিপনুল হাসান। 

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজুসের চাঁপুরের শাখার সভাপতি মো. মোস্তফা ফুল মিয়ার। এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বাজুসের সহসম্পাদক মো. ইমরান চৌধুরী ও কার্যনির্বাহী  সদস্য মো. মজিবর রহমান খান। 

বিজ্ঞাপন

বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছে কেন্দ্রীয় নেতারা। এই সফরের অংশ হিসেবে বরিশালেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD