Logo

তীব্র গরমে সূর্যের তাপে হতে পারে চোখের ক্ষতি

profile picture
জনবাণী ডেস্ক
৪ মে, ২০২৪, ২৩:২৯
100Shares
তীব্র গরমে সূর্যের তাপে হতে পারে চোখের ক্ষতি
ছবি: সংগৃহীত

৯৯ থেকে ১০০ শতাংশ ইউভি রশ্মি প্রতিরোধী সানগ্লাস কিনতে হবে

বিজ্ঞাপন

তীব্র গরমের কারণে শুধু ত্বক বা চুলের ক্ষতি হয় না, একই সাথে বেশ ক্ষতি হতে পারে চোখেরও। সূর্যের মধ্যে রয়েছে আলট্রাভায়োলেট অর্থাৎ অতিবেগুনি রশ্মি এ ও বি। ইউভিএ ও ইউভিবি-র প্রভাবে চোখের বিভিন্ন ধরনের বিপদ হতে পারে। এমনকি চোখ নষ্ট হয়ে যাওয়ার অনেক আশঙ্কাও থাকে। তাই এসময় চোখ বাঁচাতে কিছু কাজ না করলেই নয়।

গ্রীষ্মের মৌসুমে চোখ বাঁচাতে যা যা করণীয়-

বিজ্ঞাপন

ইউভি ব্লকিং সানগ্লাস

বিজ্ঞাপন

সাধারণ সানগ্লাস পরলে কোনো লাভ হবে না। বরং ইউভি রশ্মি ঠেকাতে পারে এমন সানগ্লাস এই সময় পরতে হবে। ৯৯ থেকে ১০০ শতাংশ ইউভি রশ্মি প্রতিরোধী সানগ্লাস কিনতে হবে।

বারোটা থেকে তিনটার রোদে কম বেরনো

বিজ্ঞাপন

দুপুর বারোটা থেকে বিকাল তিনটার রোদে কম বের হলে ভালো হয়। একান্ত কাজ থাকলে বেরতো হতেই হয়। সেক্ষেত্রে যতটা কম বের হওয়া যায়, ততটাই ভালো।

বিজ্ঞাপন

বড় হ্যাট

বিজ্ঞাপন

টুপি নয়, একটি বড় ছায়া দেয় এমন হ্যাট কিনে নিন। এই হ্যাট মাথায় পরলে চোখও রেহাই পায়। এতে চোখের মধ্যে সরাসরি সূর্যের রশ্মি বা তাপ এসে লাগে না। ফলে চোখের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

বিজ্ঞাপন

যতটা সম্ভব ছায়ায় থাকা

রোদের মধ্যে অযথা বেশি সময় না ঘোরাই ভালো। বরং যতটা সম্ভব ছায়ার মধ্যে থাকলে তা চোখের জন্য ভালো। পাশাপাশি শরীরের জন্যও উপকারী এই অভ্যাস।

বিজ্ঞাপন

পানি, বালি ও বরফ থেকে দূরে থাকা

বিজ্ঞাপন

এই তিনটি উপাদান বেশি পরিমাণে ইউভি রশ্মি প্রতিফলিত করে। তাই এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা জরুরি। এই তিনটির মধ্যে থাকলে চোখে সানগ্লাস পরে থাকা ভালো।

নিয়মিত চোখ পরীক্ষা

বিজ্ঞাপন

গরমকালে একটু ঘন ঘন চোখের পরীক্ষা করানো ভালো। এতে চোখের কোনও সমস্যা হলে তা হাতে সময় থাকতেই সারিয়ে ফেলা যায়।

ওষুধের জের 

কিছু ওষুধের জেরে চোখ অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়তে পারে। ফলে ইউভি রশ্মির আক্রমণে সহজেই চোখের নানা রোগের আশঙ্কা থাকে। তা চোখ বাঁচাতে চিকিৎসকের কাছ থেকে ওষুধগুলোর ব্যাপারে পরামর্শ নেওয়া ভালো।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD